যে ১০টি কাজ করা স্বভাবগত সুন্নাত
যে ১০টি কাজ করা স্বভাবগত সুন্নাত
বাংলা আমার প্রাণেঃ-
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ তাআলা ইসলামের ধারক ও বাহক করে প্রিয়নবী (সা:) কে সত্য ও মহাপবিত্র হেদায়েত গ্রন্থ আল-কুরআন দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন।
প্রিয়নবী (সা:) আল্লাহর জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে সফলতা লাভ করেছেন। অন্ধকার সমাজকে করেছেন আলোকিত।
মানুষের জীবনের এমন কোনো দিক নেই, যা তিনি অসম্পূর্ণ রেখে গেছেন। তাইতো আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা দিয়েছেন, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম।
’ এমনকি প্রিয়নবী (সা:) এর নসিহত থেকে বাদ যায়নি মানুষের স্বভাবসিদ্ধ কিছু গুরুত্বপূর্ণ আমল। যা মানুষকে প্রতি সপ্তাহে বা মাসে হলেও সম্পন্ন করতে হয়। মানুষের স্বাভাবিক জীবনের স্বভাবসিদ্ধ কাজগুলোর বর্ণনা ওঠে এসেছে প্রিয়নবীর হাদিসে।
যা জানা এবং মানা মানুষের জন্য আবশ্যক। হাদিসে এসেছে- হজরত আয়েশা (রা:) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন,
১০টি কাজ স্বভাবগত-
(১) মোচ বা গোঁফ কাটা,
(২) (হাত ও পায়ের) নখ কাটা,
(৩) অঙ্গ-প্রত্যঙ্গ ধুয়ে পরিচ্ছন্ন রাখা,
(৪) দাড়ি লম্বা করা,
( ৫) (নিয়মিত) মেসওয়াক করা,
(৬) নাক (পানি দিয়ে) পরিস্কার করা,
(৭) বগলের (নিচের) পশম উপড়ে ফেলা,
(৮) নাভির নিচের পশম কামানো,
(৯) পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা।
(১০) মুসআব ইবনে শায়ার বলেন,
আমি দশম কথাটি ভুলে গেছি সম্ভবত তা হলো কুলি করা।
কোন মন্তব্য নেই