Header Ads

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে স্বামীকে শুভেচ্ছা জানালেন মাহি

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে স্বামীকে শুভেচ্ছা জানালেন মাহি 





স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার পথে নাকি হাঁটছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি; এমন তথ্য প্রকাশ পাচ্ছিলো। কিছু গণমাধ্যমে এ নিয়ে গুজব-গুঞ্জনের সংবাদও প্রকাশ হয়েছে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি। জানিয়েছিলেন, ভালো আছে তার সংসার। তবে সেই গুঞ্জনে আবারও জল ঢেলে দিলেন মাহি। আজ ৭ জুলাই তার স্বামী অপুর জন্মদিন। এদিনে স্বামীর সঙ্গে তরতাজা একটি সেলফি পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। আজ নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করেন মাহি। এদিকে এ নায়িকার এক ঘনিষ্ট সূত্রে জানা গেল, স্বামী অপুর সঙ্গে বেশ ভালো আছেন মাহি। আর দশটা দম্পতির মতোই তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতানৈক্য হয়। তর্ক হয়। সেগুলো মিটেও যায়। মাহির কাজের প্রতি অপুর সমর্থন ও শ্রদ্ধা শুরু থেকেই ছিলো। অপুর প্রতিও স্ত্রী হিসেবে দায়িত্বশীল মাহি। মাহি ব্যস্ত রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’, ‘পোড়ামন’ ও ‘স্বপ্নবাজি’ ছবি নিয়ে। পাশাপাশি নতুন করে তিনি কাজ শুরু করবেন ‘নবাব এলএলবি’ নামের সিনেমায়।

কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.